নারী-পুরুষ সবাই কমবেশি চুলের বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। এর মধ্যে অল্প বয়সে চুল পেকে যাওয়া, টাক হয়ে যাওয়া, চুল বড় না হওয়াসহ খুশকি ইত্যাদি অন্যতম কয়েকটি সমস্যা। প্রাকৃতিক দূষণসহ বিভিন্ন কেমিকেলযুক্ত পণ্য ব্যবহারের কারণে চুল ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। অনেকেই আবার চুলে রং করে থাকেন কেউবা স্ট্রেইট বা কার্ল করেন! এসবের কারণে চুল আরো রুক্ষ ও প্রাণহীন হয়ে থাকে। তবে জানেন কি? একটি পাতার সাহায্যেই চুলের যাবতীয় সমস্যার সমাধান ঘটবে। জেনে নিন কীভাবে-
> অল্প বয়সে অনেকেরই চুলে পাক ধরে। এই সমস্যা সমাধানে কারি পাতা হলো অন্যতম সেরা উপাদান। কারি পাতায় থাকা ভিটামিন বি অকালে চুল পেকে যাওয়া রোধ করে। এছাড়াও কারি পাতা ব্যবহারে চুলের গোড়া শক্তিশালী হয়। এজন্য কিছু কারি পাতা সূর্যের আলোতে শুকিয়ে গুঁড়া করুন। এক টেবিল চামচ দইয়ের সঙ্গে এটি মেশান। চুলের গোড়ায় এবং চুলের শেষ প্রান্তেও পেস্টটি লাগান।
> বর্তমানে চুল পড়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারি পাতা চুল পড়া বন্ধ করে এবং চুল পাতলা হওয়া রোধ করে। কিছু কারি পাতা ব্লেন্ড করে দুধের সঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি চুলে ভালোভাবে লাগান এবং এক-দুই ঘণ্টা অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন