জনপ্রিয় অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্যের বিরুদ্ধে এবার দায়ের করা হল অভিযোগ। সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হলো দেবলিনার বিরুদ্ধে।
জানা গেছে, মুঝসে শাদি করোগে-র ময়ূর ভার্মা সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন টেলিভিশনের গোপী বহুর বিরুদ্ধে। ময়ূরের অভিযোগ, দেবলিনা তাঁকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। নষ্ট করতে চাইছেন তাঁর ইমেজ।
সোশ্যাল সাইটের মাধ্যমে সুনিপুণভাবে ওই কাজ দেবলিনা করে যাচ্ছেন বলে অভিযোগ করেন ময়ূর।