এই আইটি সংস্থার ৭৫% কর্মী লকডাউন ওঠার পরেও বাড়ি বসেই কাজ করবেন
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০, ১৯:১০
nation: দেশজুড়ে তাদের সাড়ে ৩ লক্ষ কর্মী রয়েছেন। লকডাউনের আগে TCS-এর প্রায় ২০ শতাংশ কর্মী বাড়ি বসে কাজ করতেন। লকডাউন চালুর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে। TCS-এর এই সিদ্ধান্তে একদিকে খরচ যেমন কমবে, তেমনই অফিস তৈরির জায়গাও বাঁচবে।