দিল্লির মার্কাজে তাবলিগের জমায়েত, মাওলানা সাদকে খুঁজছে পুলিশ
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১৫:০৯
ভারতের দিল্লির নিজামুদ্দিন মার্কাজে বড় জমায়েত হয়েছিল। সেখানে বহু বিদেশি এসেছিলেন। এখন সেখান থেকে করোনা সংক্রমণের খবর আসতে শুরু করেছে। ফলে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ মঙ্গলবার দিল্লির সরকারকে এ বিষয়ে তৎপর হয়ে পদক্ষেপ নেয়ার জন্য আবেদন করে। এরপর তাবলিগ জামাতের আয়োজক মাওলানা সাদ কান্দলভি ও নিজামুদ্দিন মারকাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। দিল্লি পুলিশ আগেই নোটিশ দিয়েছিল সাদকে। কিন্তু গত ২৮ মার্চ থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এফআইআরে আর যাদের নাম রয়েছে- ড. জিশান, মুফতি শেহজাদ, এম সইফি, ইউনুস, মহম্মদ সলমন, মহম্মদ আশরাফ প্রমুখ। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই জামাত থেকে ফিরে দিল্লিতে ২৪ জন, তেলেঙ্গানায় ৬ জন, আন্দামানে ১০ জন, কাশ্মীরে একজন ও তামিলনাড়ুতে ৫০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।