বিশ্বব্যাপী করোনাভাইয়ারসে আক্রান্তদের জীবন ঝুঁকি নিয়ে সেবা করছেন চিকিৎসক থেকে চিকিৎসাকর্মীরা। তাঁদেরকে সম্মান জানিয়ে মাথা ন্যাড়া করে ফেললেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে ওয়ার্নার ন্যাড়া হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তাঁর অস্ট্রেলিয়া দলের সতীর্থদের এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। মঙ্গলবার তিনি মাথা কামিয়ে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। এরপর জাতীয় দলের সতীর্থ ডেভিড ওয়ার্নার ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে মাথা কামিয়ে স্বাস্থ্য সেবা কর্মীদের পাশে দাঁড়ানোর চ্যালেঞ্জ জানান।