গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে নভেল করোনাভাইরাসের মহামারী এখন সারা বিশ্বের মানুষকে আক্রান্ত করেছে। প্রায় আড়াই মাসের লড়াইয়ে চীনের কোনো শীর্ষ কর্মকর্তা বা রাজনীতিবিদ আক্রান্ত হওয়ার খবর পাওয়া না গেলেও ইউরোপ ও আমেরিকাজুড়ে অনেক দেশের নেতাদেরকে আক্রান্ত করেছে কোভিড-১৯ নামে প্রাণঘাতী এই রোগ।