লক্ষ্মীপুরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ২
প্রকাশিত: ১৫ মার্চ ২০২০, ১২:৪৬
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে। কারখানা থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। ওয়ার্কশপের আড়ালে কারখানার একটি কক্ষে অস্ত্র তৈরি করা হতো বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় তিনটি একনলা বন্দুক, দুটি এলজিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।