ঘণ্টায় ঘণ্টায় মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে হবে: মাশরাফি
প্রকাশিত: ১১ মার্চ ২০২০, ১৬:৩৩
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা বলেছেন, মাদকবিরোধী অভিযান মাঝে মধ্যে চালালে হবে না। নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে হবে। আর সেজন্য প্রশাসনকে ঘণ্টায় ঘণ্টায় মাদকবিরোধী অভিযান চালাতে হবে। বুধবার (১১ মার্চ) দুপুরে তার আয়োজনে নড়াইলের সীমান্তবর্তী এলাকার লাহুড়িয়ায় এক ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে উপজেলা প্রশাসনকে এ নির্দেশ দেন মাশরাফি। ভিডিও কনফারেন্সে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল মৈত্র মাদক নির্মূল সম্পর্কে আগ্রগতির কথা তুলে ধরে বলেন, আগের তুলনায় নড়াইলে মাদকের ব্যবহার অনেকটা কমেছে। মাঝে মাঝে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে। তবে আমরা আগামীতে মাদকবিরোধী বড় সমাবেশ করতে চাই। একথা শুনে মাশরাফি বলেন, আপনারা কেন মাঝে মাঝে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাচ্ছেন। মাদকের বিরুদ্ধে ঘণ্টায় ঘণ্টায় অভিযান চালাতে হবে। দিনের বেলায় অভিযান হবে, রাতের বেলায়ও হবে।