গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি ঘোষণা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৪ মার্চ ২০২০, ১৬:১০

গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি ঘোষণা দেয়া হয়েছে। একইসঙ্গে পরবর্তী কাউন্সিল না হওয়ার পর্যন্ত দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  এছাড়া চলতি মাসের মধ্যে আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হবে। তবে গণফোরামের জেলা, থানা ও ওয়ার্ড কমিটিগুলো আগের মতো বহাল থাকবে। বুধবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠিত আহ্বায়ক কমিটিতে ড. কামাল হোসেন নিজেই আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক করা হয়েছে রেজা কিবরিয়াকে। রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। সাংগঠনিক স্থবিরতা দূর করতে গত বছরের ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে কমিটি গঠনের দায়িত্বে দেয়া হয় সভাপতিকে। নিয়ম অনুযায়ী সাবজেক্ট কমিটি গঠনের পরিবর্তে তিন থেকে চার জন কেন্দ্রীয় নেতা নিজেদের পছন্দ অনুযায়ী কমিটি গঠন করে সভাপতির অনুমোদন করিয়ে নেয়। নবগঠিত কমিটি সাংগঠনিক অবস্থা গতিশীল করার পরিবর্তে অচলাবস্থা সৃষ্টি হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us