লিটন দাসের দুর্ভাগ্যজনক বিদায়ের পর এবার রান আউটের শিকার হয়েছেন নাজমুল হোসেন শান্তও। দুটি রান আউটেই পরোক্ষ ভূমিকা রেখেছেন তামিম ইকবাল। লিটনের আউটের ক্ষেত্রে তামিমের শট বোলারের হাতে লেগে নন-স্ট্রাইকিং প্রান্তের স্ট্যাম্প ভেঙে দিয়েছিল। আর দ্বিতীয়বার রান নিতে না চাইলেও তামিমের ‘ইয়েস’, ‘নো’, ‘ইয়েস’র বিভ্রান্তিতে পড়ে বিদায় নিলেন শান্ত।