You have reached your daily news limit

Please log in to continue


আজ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

সফররত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে রেকর্ড গড়ে জয় পাওয়া টাইগাররা আজ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছেন। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১টায় ম্যাচটি শুরু হবে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচও একই মাঠে ৬ মার্চ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল ঢাকায় ফিরে ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচের মুখোমুখি হবে। এর আগে, রোববার সিলেটে প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরমেন্স করে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের বড় জয় পায় বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ৩২২ রানের জবাবে মাত্র ১৭০ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। আর এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড টাইগারদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন