৭ গোলে আবারও প্রতিপক্ষকে বিধ্বস্ত করলো জার্মানি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৫০

জার্মানি সবসময়ই প্রতিপক্ষের জন্য আতঙ্কের। কারণ, একবার গোল করা শুরু করলে আর বিরতি নেই। প্রতিপক্ষের জাল ছিন্ন-বিচ্ছিন্ন করেই ছাড়বে। ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তা অনুভব করেছিল ব্রাজিল। উয়েফা নেশনস লিগে শনিবার তেমনি তিক্ত স্বাদ পেল বসনিয়া ও হার্জেগোভিনা। জার্মানির ইউরোপা-পার্ক স্টেডিয়ামে খেলতে এসে ৭-০ গোলে হারলো দলটি।


গ্রুপ এ-৩ থেকে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে আগেই উঠেছে জার্মানরা। সে হিসাবে গ্রুপ পর্বে গতকালের ম্যাচসহ বাকি ম্যাচটি জার্মানদের জন্য শুধু নিয়মরক্ষার। গুরুত্বপূর্ণ ম্যাচ না হলেও নিজেদের শক্তিমত্তা দেখাতে প্রস্তুত জার্মানি। সে লক্ষ্যে ২০২৬ বিশ্বকাপের আগে আরও একবার নিজেদের বিধ্বংসী রূপ দেখালো হুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর নাগসলম্যানের অধীনে এটিই জার্মানির সবচেয়ে বড় জয়।


শনিবার জোড়া গোল করেন টিম ক্লেইনডিয়েনস্ট ও ফ্লোরিয়ান ভিরটজ। জার্মানির হয়ে বাকি তিন গোল করেন- জামাল মুসিয়ালা, কাই হ্যাভেরটজ ও লিরয় সানে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us