সরকার পতনের পর পুঁজিবাজারে চার কর্মদিবস উত্থান দেখে বিনিয়োগ করে নতুন করে বিপাকে পড়েছেন অনেক বিনিয়োগকারী। তাদের টাকা আটকে গেছে, প্রায় প্রতিদিনই কমছে এর আকার।
এরপর থেকে বাজারে একদিন সূচক বাড়লে তিন দিন কমে, অল্প সংখ্যক কোম্পানির শেয়ারদরে ঊর্ধ্বগতির বিপরীতে অর্ধেকেরও নিচে নেমে গেছে বহু কোম্পানির দর।
২০১০ সালের মহাধসের ক্ষত প্রায় দেড় দশক ধরে বয়ে বলা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা এখন তলানিতে। এ থেকে উত্তরণের পথ কী- এই প্রশ্নে বাজারের সঙ্গে জড়িতদের পরামর্শও সুনির্দিষ্ট নয়।
এ অবস্থায় বিনিয়োগকারীরা মিছিল, বিক্ষোভে নিজেদের মনোভাব প্রকাশ করছেন, যা বাজারে আত্মবিশ্বাস ফেরানোর ক্ষেত্রে আরেক অন্তরায় হিসেবে দেখা হচ্ছে।