ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ১০ শিশু-কিশোরীকে তিন বছর পর ফেরত পাঠিয়েছে দেশটির পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় ট্রাভেল পারমিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ সদস্যরা তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে। ফেরত আসা শিশু-কিশোররা হলো, ঢাকার হাজারীবাগের ফাতেমা আক্তার (১২), শরিয়াতপুরের রেশমা কামরুখান (১৬), মাগুরার বর্ষা রানী বিশ্বাস (১৭), খুলনার অথৈ বিনতে হেনা (১৪), রাজিয়া সুলতানা (১৫) ও হোসনে আরা বেগম (১৩), বগুড়ার রিতু পর্ণা (১১), বাগেরহাটের জান্নাতুল ফেরদৌস (১০) ও শরীফা খাতুন (১৪) এবং হবিগঞ্জের তানজিলা আক্তার (১৫)।…