ব্রিটিশ পার্লামেন্ট হাউসে ডিজিটাল বাংলাদেশ নিয়ে আলোচনা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

ব্রিটিশ পার্লামেন্ট হাউসে ডিজিটাল বাংলাদেশকে উপস্থাপন করলেন ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক। ডিজিটাল বাংলাদেশের সহযোগী হিসেবে ‘নগদ’-এর বিভিন্ন উদ্যোগের কথা তিনি সেমিানারে আলোচনা করেন। সোমবার ‘ইনভেস্ট ইন ডিজিটালবাংলাদেশ; ফ্রমফিনটেকটুহাই-টেক’ শিরোনামে এক সেমিনার আয়োজন করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। লন্ডনের পার্লামেন্ট হাউসের একটি সুইটে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তানভীর আহমেদ মিশুক তার আলোচনায় বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনেদেন ‘নগদ’ এর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। সেমিনারে প্যানেল আলোচক হিসেবে তিনি বলেন, বাংলাদেশে ৫৯টি নিবন্ধিত ব্যাংক থাকার পরও ৫৩ শতাংশ মানুষ আর্থিক অন্তর্ভুক্তির বাইরে রয়েছে। যেখানে ৯৮ শতাংশ মানুষের হাতে মোবাইল থাকার পরও মানুষ আর্থিক অন্তর্ভুক্তিতে আসতে পারছে না, সেখানে ‘নগদ’ তার যাত্রা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে ১ কোটি ২২ লাখের বেশি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে সক্ষম হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us