পাহাড় থেকে সমতল সবখানেই গড়ে উঠেছে হাজার হাজার বুটিকস ও হস্তশিল্প কেন্দ্র। যার সিংহভাগ উদ্যোক্তাই নারী। এসব উদ্যোগে কাজের সুযোগ পেয়েছেন, লাখো নারী। কাজ শিখতে শিখতে অনেক কর্মীই পরবর্তীতে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছেন। সেখানেও আছে স্বনির্ভর হয়ে, গড়ে উঠার আত্মপ্রত্যয়। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে