ভাষাসৈনিক আহমেদ আলী আর নেই

সময় টিভি প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০, ০৮:৩৬

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আহমেদ ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আহমেদ আলী ৯৭ বছর বয়সে মারা গেছেন।  শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। তার ছোট মেয়ে আইরিন আহমেদ জানান, অ্যাডভোকেট আহমেদ আলীর প্রথম জানাজা ব্রাহ্মণবাড়িয়ার কাজলিয়া গ্রামে তাদের বাড়িতে হবে। পরে আসরের নামাজের পর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা শেষে শাসনগাছা কবরস্থানে তাকে দাফন করা হবে। অ্যাডভোকেট আহমেদ আলী ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) আসনের এমএলএ নির্বাচিত হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us