You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের জয়া এখন ফিফা রেফারি

কয়েক মাস আগেই ফিফার নির্দেশনা অনুযায়ী ফিফা রেফারি হওয়ার পরীক্ষা দিয়েছিলেন জয়া চাকমা ও সালমা আক্তার মনি। ফিফার পরীক্ষায় পাস করেছেন দুজনই। তবে অপেক্ষা ছিল চূড়ান্ত অনুমোদনের। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হল। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন অনুযায়ী, বাংলাদেশের প্রথম নারী হিসেবে ফিফা রেফারি হলেন জয়া চাকমা। আগামী এক বছর মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারবেন এই পাহাড়িকন্যা। তবে আরেক প্রতিযোগী সালমা আক্তার মনি বয়স কম হওয়ায় অনুমোদন পাননি। ফিফা রেফারি হতে হলে ন্যূনতম বয়স হতে হয় ২৩ বছর, মনির বয়স ২৩-এর কম। তাই ফিফার রেফারি হতে আরো অপেক্ষা করতে হবে তাঁকে। জয়ার অনুমোদনের বিষয়টি এক ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জয়া ছাড়া পুরুষদের মধ্যে বাংলাদেশ থেকে পাঁচজন ফিফা রেফারি ও সাতজন সহকারী রেফারি হয়েছেন। গত ২৩ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা রেফারি হওয়ার জন্য ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন জয়া চাকমা। সেই পরীক্ষার রিপোর্ট ফিফার নিকট পাঠায় বাফুফে। অবশেষে ৫ ডিসেম্বর জয়ার অনুমোদন পাঠিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ২০১০ সালে রেফারিং জগতে পা রাখেন জয়া। দীর্ঘদিন ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা নিয়ে এবার আন্তর্জাতি ম্যাচ পরিচালনা করবেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন