সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে দুর্নীতির দায়ে দুই বছরের জন্য সংশোধনাগারে আটক রাখার আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল শনিবার রাজধানী খার্তুমের একটি আদালত এই আদেশ দেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের আইন অনুযায়ী ৭০ বছরের বেশি বয়স্ক লোক জেল খাটতে পারবে না। ওমর আল বশিরের বয়স এখন ৭৫। এজন্য তাকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালের ১১ এপ্রিল সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির। জ্বালানি ও রুটির দাম বৃদ্ধির…