বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আজ রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে এ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আসন্ন বিজয় দিবস উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হচ্ছে- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের দিন ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, ১৫ই ডিসেম্বর বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা, ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ ও পরে শেরে বাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ, ১৭ই ডিসেম্বর ঢাকায় বিজয় শোভাযাত্রা এবং বিজয় দিবসের আলোচনা সভা। বিজয় দিবসের দিন নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করবে বিএনপি। দিবসটি উপলক্ষে পোস্টারও প্রকাশ করবে তারা।