নৌকার প্রার্থীকে অযোগ্য ঘোষণা

মানবজমিন প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল খালেককে সরকারি তালিকাভুক্ত নদী দখলকারী হওয়ায় উচ্চ আদালত তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন। গত বুধবার শাপলাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী নূরুল হকের দায়ের করা রিটের শুনানি শেষে আবদুল খালেককে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়। উচ্চ আদালতের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার বদিউজ্জামানের গঠিত দ্বৈত বেঞ্চ এই রায় দেন। চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবদুল খালেক একজন তালিকাভুক্ত নদী দখলকারী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন কর্তৃক শাপলাপুরের নির্বাচনে তাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। এতে উচ্চ আদালতের আদেশ অমান্য করায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল খালেকের প্রার্থিতা বাতিলের জন্য রিট পিটিশন দায়ের করেন শাপলাপুরের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী নূরুল হক। এই রিটের জন্য বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার বদিউজ্জামানের গঠিত দ্বৈত বেঞ্চ গত বুধবার শুনানি করেন। শুনানিতে তালিকাভুক্ত নদী দখলকারী হওয়ায় আবদুল খালেককে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়। প্রসঙ্গত আগামী ২২শে ডিসেম্বর মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ১৬ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us