টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি বাণিজ্যিক জাহাজ থেকে আন্দামান গোল্ড মদ ও বিয়ারসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড। আটকের নাম ছটি (৩৫)। তার পিতার নাম লাডো অকিয়া। সে মাদক কারবারী বলে জানা গেছে।