শুভজন পদক পাচ্ছেন হাসান ইমাম

সংবাদ প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ২১:০১

শুভজন পদক ২০১৯ পাচ্ছেন বরেণ্য নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এছাড়া আরও ৭ জন বিশিষ্ট নাগরিক পাচ্ছেন শুভজন গুণীজন সম্মাননা। শিল্প সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে শুভজন পদক- ২০১৯ প্রদানের পাশাপাশি ‘শুভজন’ উপাধীতেও ভূষিত করা হবে। এছাড়া শুভজন গুণীজন সম্মাননা যারা পাচ্ছেন তারা হলেন- লাকী ইনাম (মঞ্চ), তিমির নন্দী (সংগীত), মোহাম্মদ শামস উল ইসলাম (নন্দিত উদ্ভাবন, ব্যাংকার), শাহিদ উল মুনীর (তথ্যপ্রযুক্তি), সাদাত হোসাইন (সাহিত্য), এজেডএম নাফিউল ইসলাম (জনসেবা) এবং শহীদুল ইসলাম পাইলট (মফস্বল সাংবাদিকতা)। শুদ্ধধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সংগঠণ শুভজন দেশীয় শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশে শক্তিশালী বাহক হিসেবে কর্মময় ৭ বছর অতিক্রম করে প্রতিষ্ঠার ৮ম বছরে পদার্পণ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us