আফগানিস্তানে একটি স্থায়ী সমাধানের উদ্দেশ্যে তালেবান নেতৃত্বের সঙ্গে ট্রাম্প প্রশাসন আলাপ-আলোচনা চালাচ্ছিল। একটি চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার পথে ছিল। এসব কথা মোটামুটি সবাই জানে। তবে ট্রাম্প যে মার্কিন প্রেসিডেন্টের অবকাশনিবাস হিসেবে পরিচিত ক্যাম্প ডেভিডে বৈঠক করতে তালেবান নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, তাও আবার ৯/১১-এর প্রাক্কালে—এই তথ্য তাঁর প্রশাসনের বাইরে কারও জানা ছিল না।