বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি শুরু

মানবজমিন প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচের ঠিক ১৮ দিন আগে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল হোটেল ফার্সে ব্রিটিশ কোচ জেমি ডে ও ম্যানেজার সত্যজিত দাস রূপুর কাছে রিপোর্ট করেন জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররা। রিপোর্ট করেই রাতে আবাহনী ক্লাবে ফিরেছেন দলটির সাত ফুটবলার। বাকীদের নিয়ে আজ মাঠের প্রস্তুতি শুরু করবেন জেমি ডে। প্রথমে ২৫ জনের নাম ঘোষণা করেছিল বাফুফে। কোচ ঢাকায় ফিরে সে তালিকায় যোগ করেছেন আরামবাগের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলকে। দল ২৬ জনের হলেও আপাতত ১৯ ফুটবলারকে ক্যাম্পে পাচ্ছেন জেমি ডে। রিপোর্ট করে  দলের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা বলেন, আমাদের টার্গেট থাকবে কোচের দিক নির্দেশনা মেনে আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছু করা। সেক্ষেত্রে আফগান লম্বা ফরোয়ার্ডদের রুখতে হবে বাংলাদেশের ডিফেন্ডারদের। এজন্য ডিফেন্ডাদের হিসেবে বাড়তি কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে সুশান্ত বলেন, ‘আসলে আফগানিস্তানের সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে কোচের নিশ্চয়তা এসব নিয়ে পরিকল্পনা আছে। আমাদের চেষ্ঠা থাকবে মাঠে সে সব বাস্তবায়ন কারা’। আগামী ২৮শে আগস্ট এএফসি কারে ইন্টার জোনাল সেমিফাইনালে এপ্রিল টোয়োন্টিফাইভের সঙ্গে অ্যাওয়ে ম্যাচটি খেলবে আবাহনী। ওই ম্যাচ শেষে ক্যাম্পে যোগ দিবেন আবাহনীতে খাকা শহিদুল আলম সোহেল, টুটুল হোসেন বাদশা, মামুনুল ইসলাম মামুন, সাদউদ্দিন, সোহেল রানা, নাবীব নেওয়াজ জীবন ও জুয়েল রানা। আবাহনীর সাত ফুটবলার যোগ দেয়ার পর পুরো দলকে নিয়ে ঢাকায় মাত্র দু’দিন অনুশিলনের সুযোগ পাবেন জেমি ডে। গতকাল ক্যাম্প শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ১লা সেপ্টেম্বর ২৩ ফুটবলার নিয়ে তাজিকিস্তান যাবেন কোচ। সেখানে ১০ দিন কন্ডিশনিং ক্যাম্প এবং স্থানীয় দুটি ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানদের মোকাবিলার আগে। আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশনাবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ খেলছে ‘ই’ গ্রুপে। অন্য চার দল আফগানিস্তান, কাতার, ভারত ও ওমান।প্রাথমিক স্কোয়াডগোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকু ও মাজহারুল ইসলাম হিমেল।ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, মনজুরুর রহমান, ইয়াসিন খান, রিয়াদুল হাসান, নুরুল নাইয়ুম ফয়সাল ও ইয়াসিন আরাফাত।মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম।ফরোয়ার্ড : নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us