কনস্টেবলের লক্ষ্যভ্রষ্ট গুলি এএসপির বাসায়!

মানবজমিন প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আনিচুর রহমানের বাসার ফ্যানে একটি লক্ষ্যভ্রষ্ট গুলি লেগেছে। গতকাল দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কনস্টেবলদের বার্ষিক ফায়ারিংয়ের স্থান থেকে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই বাসার ফ্যানে গিয়ে লাগে। তবে এতে কারও কোনো ক্ষতি হয়নি।অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আনিচুর রহমান জানান, তার মেয়ে ডাইনিং টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছিল। এ সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে আসা একটি গুলি জানালার কাচ ভেদ করে টেবিলের উপরের সিলিং ফ্যানে লাগে। তবে কারও কোনো ক্ষতি হয়নি। কেএমপির এডিসি (নর্থ) সোনালী সেন ও খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, মহানগরীর শিরোমনি এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মধ্যে ‘ফায়ারিং বাঁট’-এ কেএমপির পুলিশ সদস্যদের বার্ষিক ফায়ারিং চলছে। গতকাল পুলিশ কনস্টেবলদের ফায়ারিং চলছিল। একটি রাইফেলের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পার্শ্ববর্তী কেডিএ আবাসিক এলাকার ৬৫নং বাড়ির দোতলার সিলিং ফ্যানে গিয়ে লাগে। পরে তারা গিয়ে গুলিটি উদ্ধার করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us