সমালোচিত এষা

মানবজমিন প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

বিভিন্ন কাণ্ড ঘটিয়ে অতীতে বহুবার সমালোচিত হয়েছেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। বিশেষ করে বহুবার নগ্ন ছবি প্রকাশ করে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এবার অন্য এক কাণ্ড ঘটিয়ে সমালোচনার মুখে পড়লেন এ নায়িকা। ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস ছিল ১৫ই আগস্ট। কিন্তু সেদিন দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ভয়ঙ্কর সমালোচনার শিকার হলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। বিষয়টি নিয়ে চলছে নানা বিতর্কও। টুইট করে এষা লিখেছিলেন, গণতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা সবাইকে। যদিও পরে সেটি মুছে  ফেলেন অভিনেত্রী। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। নেটিজেনের চোখ এড়ায়নি অভিনেত্রীর এমন ভুল। অনেকে বিষয়টি শেয়ার দিয়ে সমালোচনা করেছেন এষাকে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার এষাকে বলা হয়েছে, হিন্দিতে স্বাধীনতা দিবসকে স্বতন্ত্র দিবস বলা হয়। এদিকে এরপর সমালোচনা এড়াতে এষা আবার টুইট করেছেন, তার একাউন্টটি নাকি হ্যাক হয়েছিল! এষার এমন মিথ্যাচারে ফের সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকেই বলেছেন, একটি ভুল ঢাকতে গিয়ে ফের মিথ্যাচার করছেন এষা। এটা একদমই ঠিক না। আবার অনেকেই বলছেন, এষা যে কোনো বিষয় নিয়েই বাড়াবাড়ি করেন সবসময়, এটা তার অভ্যাস। এখান থেকে বেরিয়ে আসতে না পারলে ক্যারিয়ার সামনে এগুবে না তার। আবার একটি মহল বলছেন, আলোচনায় থাকতে এষার এমন কাণ্ড আর নতুন কি! তবে এসব সমালোচনার বিপরীতে কোন মন্তব্য আর করেননি এষা। চুপচাপই আপাতত আছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us