সৈয়দা সাদিয়া সুলতানা
বাংলাদেশি শুটার
সৈয়দা সাদিয়া সুলতানা বাংলাদেশের একজন স্বর্ণজয়ী শুটার। ২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জেতেন তিনি। দলগত ইভেন্টে দিল্লির আসর থেকে স্বর্ণপদক শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়ে জিতেছিলেন তিনি। তার আগে ওই বছর এসএ গেমসেও স্বর্ণপদক জিতেছিলেন একই ইভেন্টে। এরপর ২০১৩ সালে সবশেষ ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকেই শুটিংয়ের বাইরে সাদিয়া।
Join Priyo to discover more contents
আরো কন্টেন্ট দেখতে প্রিয়তে যোগ দিন