ময়মনসিংহের মুক্তাগাছায় ২০ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জুলস পাওয়ার লিমিটেডকে ২ কোটি ৪৩ লাখ ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক।
এ বিষয়ে একটি ঋণচুক্তি হওয়ার কথা জানিয়ে এডিবি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেডের’ (এমএসইএল) অধীনে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ হবে। সেই কেন্দ্রে বছরে ৩৭ দশমিক ৯ গিগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎকেন্দ্রটি সৌরভিত্তিক হওয়ায় বছরে ১৮ হাজার ৩৪৪ টন কার্বন নিঃসরণ এড়ানো সম্ভব হবে।
চুক্তি অনুযায়ী, ঋণের ২ কোটি ৪৩ লাখ ডলারের মধ্যে এক কোটি ৫৫ লাখ ডলার এডিবি সরাসরি দেবে। বাকি ৮৮ লাখ ডলার দেওয়া হবে এডিবি পরিচালিত বিশেষ একটি তহবিল থেকে।