ইকবাল করিম ভূঁইয়া
সাবেক সেনা প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী
জেনারেল (অবঃ) ইকবাল করিম ভূঁইয়া হলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান। তিনি ২০১২ সালের ২৫ জুন দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৫ সালের ২৫ জুন অবসর গ্রহণ করেন।। ষোলতম সেনাপ্রধান হিসেবে তিনি জেনারেল আবদুল মুবীনের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
জন্ম ও শিক্ষাজীবনঃ
ইকবাল ২ জুন ১৯৫৭ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমী হতে ৩য় বিএমএ স্বল্পমেয়াদী কোর্সে কমিশন লাভের মাধ্যমে সেনাবাহিনীতে বাহিনীতে অফিসার হিসেবে যোগদান করেন।
কর্মজীবনঃ
১৯৭৬ সালের নভেম্বরে বিএমএ’র তৃতীয় কোর্সের ক্যাডেট হিসাবে সেনাবাহিনীতে যোগ দেন পদাতিক বাহিনীর কর্মকর্তা ইকবাল করিম ভূঁইয়া। তিনি নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের মে মাসে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। জাতিসংঘ মিশনে কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি সেনা প্রধান হওয়ার পূর্বে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে কর্মরত ছিলেন।
Join Priyo to discover more contents
আরো কন্টেন্ট দেখতে প্রিয়তে যোগ দিন