রাশিয়ার কুর্স্কে উত্তর কোরিয়ার ১০০ সেনা নিহত, দাবি দক্ষিণ কোরিয়ার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৯

রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত ও আরও এক হাজার সেনা আহত হয়েছেন বলে দক্ষিণ কোরিয়া দাবি করেছে।


দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা লি সং কুয়েন বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়ার সেনাদের ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা না থাকায় এবং খোলা প্রান্তরের মতো এলাকায় লড়াইয়ে অভ্যস্ত না হওয়ায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।


দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) পার্লামেন্টকে এক রুদ্ধদ্বার ব্রিফিং দেওয়ার পর লি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, জানিয়েছে রয়টার্স।


লি জানান, এর আগে একজন মার্কিন কর্মকর্তা কুর্স্কে উত্তর কোরিয়ার কয়েকশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে এনআইএস অনেক রক্ষণশীল বিশ্লেষণের মাধ্যমে হিসাব দিয়েছে, তাই এই অসঙ্গতি।


তিনি বলেন, “সেখানে অন্তত ১০০ জনের মৃত্যু ও আহতের সংখ্যা এক হাজারের দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।”


লি জানান, উত্তর কোরিয়া আরও সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে, তাদের মধ্যে দেশটির নেতা কিম জং উনের তত্ত্বাবধানে প্রশিক্ষিত গোয়েন্দারাও আছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us