গগনে গরজে মেঘ ঘন বরষা
কূলে একা বসে আছি নাহি ভরসা
বিশ্বকবির সোনার তরী কবিতা বর্ষার সৌন্দর্য প্রকাশের উন্মুক্ত মঞ্চ ছিল না বটে, তবু কেন যেন বর্ষা শব্দটা ঘাঁটাঘাঁটি করতে গিয়ে এই লাইন দুটোই মনে এল। বর্ষা কেবল সৌন্দর্য দিয়েই ভরা নয়, এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। বর্ষায় কাপড়ের নানা ধরনের ক্ষতির আশঙ্কা থাকে। শখের পোশাকে তিলা পড়ে নষ্ট হয়ে যাওয়া...