বিশ্বকাপে নতুন দায়িত্বে গেইল

মানবজমিন প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০০:০০

বিশ্বকাপে নতুন দায়িত্ব পেলেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন এই ব্যাটিং দানব। যথারীতি ইংল্যান্ড বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় গেইল। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের বয়সের ধারে কাছেও কেউ নেই। এটাই হতে যাচ্ছে গেইলের শেষ বিশ্বকাপ। সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর গেইল বলেন, ‘যেকোনো ফরমেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারাটা সম্মানের। এই বিশ্বকাপ আমার জন্য বিশেষ কিছু। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে অধিনায়ক এবং দলের প্রত্যেক সদস্যকে সমর্থন দেয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটা হয়তো আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিশ্বকাপ। তাই এখানে প্রত্যাশাটাও বেশি।’ক্রিস গেইল ওয়ানডে ক্যারিয়ারে ২৮৯ ম্যাচে ১০ হাজার ১৫১ রান সংগ্রহ করেছেন। পাশাপাশি বল হাতে ১৬৫ উইকেট নিয়েছেন তিনি। আর ১০৩ টেস্টে গেইলের সংগ্রহ ৭ হাজার ২১৪ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচে ১ হাজার ৬২৭ রান করেছেন তিনি। ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন ফরম্যাটে মোট ৯০টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন ক্রিস গেইল।আগামী ৩১শে মে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন। বর্তমানে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি সিরিজে আয়ারল্যান্ডের মাটিতে জেসন হোল্ডারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন শাই হোপ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us