৫ দিনের রিমান্ডে রুহুল আমিন

মানবজমিন প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৮:১৬

ফেনীর সোনাগাজীতে মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ও অন্যতম অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার বিকালে রুহুল আমিনকে ফেনী জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহম্মেদের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই’র চট্টগ্রাম বিভাগীয় বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল। গতকাল শুক্রবার বিকালে সোনাগাজীর চর চান্দিয়ার বাসা থেকে আটকের পর নুসরাতকে পুড়িয়ে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে, পিবিআই ফেনী কার্যালয়ে নিয়ে গিয়ে রুহুল আমিনকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে নুসরাত হত্যার ঘটনায় রুহুল আমিন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে কয়েকটি সূত্রে জানা গেছে। অধিকতর তথ্যের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে মানবজমিনকে জানান পিবিআইয়ের ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us