সাতক্ষীরা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশে গুণগত শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এজন্য সরকার ছয়টি লক্ষ্য নিয়ে কাজ করছে। তাই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে হবে। পুষ্টি ও ভাল স্বাস্থ্য ছাড়া গুণগত শিক্ষা অর্জন সম্ভব নয়। সফল হতে নিজেদের যুক্তি ও বুদ্ধি দিয়ে পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।