ঢাকা: গ্যালারিতে ঢুকতেই মনটা যেন ফুরফুরে হয়ে উঠলো। দেয়ালজুড়ে ফ্রেমে বাঁধা আলোকচিত্র। বর্ণিল সব আঙ্গিকের আলোকচিত্র। প্রতিটি ছবিতেই একটি বিষয়ের মিল রয়েছে। আবহমান বাংলার রূপ। ফুলে ফুলে সাজানো প্রান্তর যেমন রয়েছে, তেমনি রয়েছে প্রান্তিক মানুষের যাপিত জীবন, কৈশোরের দুরন্তপনা, ধর্মীয় সহমর্মিতা। সব মিলিয়ে রূপসী বাংলার অনন্য রূপ।