চাঁদা না দিলে ডাকঘর উড়িয়ে দেয়ার হুমকি

মানবজমিন প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০০:০০

সর্বহারা পার্টির আঞ্চলিক প্রধান পরিচয়ে সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের তিন কর্মকর্তার কাছে মোবাইল ফোনে ৪ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছে। আর চাঁদা প্রদানে অস্বীকৃতি বা ব্যর্থ হলে তাদের প্রাণনাশসহ পোস্ট অফিস উড়িয়ে দেয়ার হুমকিও দিয়েছেন তারা। এ ঘটনায় প্রধান ডাকঘরের সব কর্মকর্তা-কর্মচারী আতঙ্কের মধ্যে অফিস করছেন। এ বিষয়ে ঘটনার দিনই সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ১০ই এপ্রিল বিষয়টি পুলিশ সুপারকে লিখিতভাবে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মাজেদুল হক। তিনি আরও বলেন, ৮ই এপ্রিল সকাল ১১:৪১ মিনিটে ০১৯০৯০৮৮১১৯ নম্বর মোবাইল থেকে প্রথমে আমার কাছে ফোন করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর ১০:৪৩ মিনিটে এবং ১০:৪৮ মিনিটে একই নম্বর থেকে ফোন করে প্রধান হিসাব রক্ষক মোহাম্মদ আলী এবং ডেপুটি পোস্ট মাস্টার আব্দুল মতিনের কাছে ১ লাখ করে টাকা চাঁদা দাবি করা হয়।আর চাঁদা না দিলে আমাদের প্রাণনাশ করা হবে এবং অফিস উড়িয়ে দেয়া হবে বলেও হুমকি প্রদান করা হয়। এ ঘটনার পর থেকে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হুমকির বিষয়টি পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানা পুলিশ বুধবার অফিস পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বলে জানান পোস্ট মাস্টার।  সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, পোস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে সনাক্তকরণ ও নিরাপত্তার বিষয়ে যা করণীয় সবকিছুই করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us