বুধবার বিশ্বের কাছে প্রকাশিত হবে কৃষ্ণগহ্বরের প্রথম ছবি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১৯:২৯
লিহান লিমা: জ্যোর্তিবিজ্ঞানীরা ১০ এপ্রিল ৬টি সংবাদ সম্মেলন করে বিশ্বের কাছে ব্ল্যাক হোল বা কৃষগহ্বরের প্রথম ছবি প্রকাশ করবেন। জানা গিয়েছে, এই ব্ল্যাক হোলের ছবি এতদিন পর্যন্ত আমাদের ধারণার সম্পূর্ণ বিপরীত। এনডিটিভি কৃষ্ণগহ্বরের ছবি তোলার কাজটি করেছে ইভেন্ট হরাইজ্ন টেলিস্কোপ (ইএইচটি)। যা বানানো হয় পৃথিবীর ৮টি মহাদেশে বসানো অত্যন্ত শক্তিশালী ৮টি রেডিও টেলিস্কোপের নেটওয়ার্ক দিয়ে। …