গত ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারতলা ‘ওয়াহেদ ম্যানশন’ এখনই ভাঙতে হবে না। শুধু ভবনের বিভিন্ন তলার ক্ষতিগ্রস্ত কলাম, বিম-এসব পুরোপুরি বদলে নতুন করে মজবুত (রেট্রোফিটিং) করতে হবে। তবে পুরো ভবনটি সম্পূর্ণ নিরাপদ কি না, সে অবস্থা জানার জন্য বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিস্তারিত প্রকৌশলগত মূল্যায়ন করা জরুরি। এটা এক মাসের মধ্যে করা উচিত।