চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন রোববার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চাক্তাই ভেড়া মার্কেট এলাকা পরিদর্শনে যান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন। মেয়র তাদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ধৈর্য্য না হারিয়ে সাহস ও বুদ্ধিমত্তার সাথে বিপদকে মোকাবেলা করতে হবে। মেয়র ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শননের সময় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় থানা ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দকে নির্দেশ দেন। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার, ত্রাণ, বস্ত্র বিতরণসহ আপদকালীন সহায়তা দেন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তার আশ্বাস দেন মেয়র। এ সময় সেখানে উপস্থিত হন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তাদের সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী প্রমুখ।