নির্বাচনে অংশ না নিলে আইনি অধিকার হারিয়ে ফেলবে বিএনপি

আমাদের সময় প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯, ২২:৩৬

সৌরভ নূর : বিএনপি যদি এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে যেতে না চায়, যাবে না। এটা তাদের একান্তই দলীয় সিদ্ধান্ত। ভুল-সঠিকও তারা বিবেচনা করবে। তবে নির্বাচনে অংশগ্রহণ না করলে আইনি অধিকার বা লিগ্যাল রাইট হারিয়ে ফেলবে বিএনপি। নির্বাচন প্রসঙ্গে কোনো প্রকার অভিযোগ তোলার সুযোগ তাদের থাকবে না এবং সব ধরনের রাজনৈতিক আন্দোলনের পথও বন্ধ হয়ে যাবে। এসব বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া উচিত বিএনপির। বিএনপির স্থানীয় সরকার নির্বাচন বর্জনের ঘোষণা প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.) এ মন্তব্য করেন।এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি আরো বলেন, এই নির্বাচন কমিশন তো আর চলে যাচ্ছে না। এ সরকারও থাকছে, কমিশনও থাকবে। এরপর পৌরসভা নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচনও এই নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। সকল নির্বাচনী প্রক্রিয়া শেষ করে তবেই তারা বিদায় নেবে বলে মনে করছেন এই সাবেক নির্বাচন কমিশনার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us