চাওয়া-পাওয়ার মিল না থাকলে কঠিন পরিস্থিতি সামনে এসে দাঁড়ায়। যে ধরনের উইকেট চেয়েছিলেন টাইগাররা, পেয়েছেন তার বিপরীত। অধিনায়ক সাকিবের বক্তব্যমতে, প্রত্যাশা-প্রাপ্তিতে গরমিল হওয়ায় চট্টগ্রাম টেস্টে স্পিন-সর্বস্ব দল নিয়ে বিপদে বাংলাদেশ। প্রথম ইনিংসে সাড়ে তিনশর কাছাকাছি রান তুলেছে আফগানিস্তান। বিপরীতে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৯৪। দ্বিতীয় দিনশেষে ১৪৮ রানে এগিয়ে সফরকারীরা। বাকি ২ উইকেটে ব্যবধান কতটা কমাতে পারবে বাংলাদেশÑ আজ তৃতীয় দিনে সেটিই দেখার বিষয়। সাকিব মনে করেন, ব্যবধান যদি ৭০-৮০ আনা যায় এবং বোলাররা যদি ম্যাজিক্যালি কিছু করে দেখাতে…