আধুনিক সভ্যতার কারণে কি রাতের আকাশ হারিয়ে যাচ্ছে? কৃত্রিম আলোর গ্রাসে অন্ধকার আকাশ সত্যি কোণঠাসা হয়ে পড়েছে৷ এই আলো দূষণের প্রভাব পড়ছে জীবজগতসহ গোটা ইকো সিস্টেমের উপর৷ বিজ্ঞানীরা তার পরিণতি বোঝার চেষ্টা করছেন৷