বিশ্বজুড়ে প্রায় ৩০০ কোটি ব্যবহারকারী রয়েছেন হোয়াটসঅ্যাপের। তাই বর্তমানে হ্যাকারদের অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা থাকার পরও নিত্যনতুন বিভিন্ন কৌশলে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য চুরি করছে হ্যাকাররা। শুধু তা–ই নয়, অ্যাকাউন্ট হ্যাক করার পর সেই অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীদের পরিচিত ব্যক্তিদের বার্তা পাঠিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করছে তারা। অ্যাকাউন্ট হ্যাকড হলেও অসতর্কতার কারণে অনেক সময় তা বুঝতে পারেন না ব্যবহারকারীরা। তবে বেশ কিছু লক্ষণ দেখে বোঝা যায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে কি না।
১. অস্বাভাবিক বার্তা বা কার্যকলাপ
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি ঘন ঘন অপরিচিত ব্যক্তিদের বার্তা আসে বা নিজেদের পাঠানো বার্তায় নতুন কোনো তথ্য বা ছবি যুক্ত হয়ে যায়, তবে বুঝতে হবে অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে। এমনকি বার্তা ‘পঠিত’ চিহ্নিত হওয়ার পরও যদি ব্যবহারকারী তা না পড়েন তাহলে বুঝতে হবে অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে। এ ছাড়া নতুন এবং অপরিচিত ফোন নম্বর কন্টাক্ট লিস্টে যোগ হলে অথবা হঠাৎ অপ্রত্যাশিত বার্তা দেখা গেলেও বুঝতে হবে অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে।
২. অপরিচিত স্মার্টফোন বা কম্পিউটার থেকে লগইন
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক যন্ত্রে ব্যবহার করা যায়। কিন্তু যদি কোনো অচেনা স্মার্টফোন বা কম্পিউটার থেকে অ্যাকাউন্টে কেউ প্রবেশ করে, তবে বুঝতে হবে গোপনে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ব্যবহার করছে। হোয়াটসঅ্যাপের লিংকড ডিভাইস অপশন থেকে কোন কোন যন্ত্র থেকে অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে, তা দেখা যায়। তাই লিংকড ডিভাইস অপশনে অপরিচিত যন্ত্র শনাক্ত হলে তা দ্রুত লগআউট করতে হবে।