তিন মাসে ১৯ ওষুধ কোম্পানির ৭,০৪০ কোটি টাকার ব্যবসা, কমেছে মুনাফা

প্রথম আলো প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:২২

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানিগুলোর ব্যবসা বাড়লেও মুনাফা কমে গেছে। ওষুধ খাতের তালিকাভুক্ত ১৯ কোম্পানি মিলে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৭ হাজার ৪০ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে এসব কোম্পানি সম্মিলিতভাবে ব্যবসা করেছিল ৬ হাজার ৭৩৯ কোটি টাকার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে তালিকাভুক্ত ওষুধ কোম্পানিগুলোর ব্যবসা বেড়েছে ৩০১ কোটি টাকার বা প্রায় সাড়ে ৪ শতাংশ।


ওষুধ বিক্রি থেকে কোম্পানিগুলোর আয় তথা ব্যবসা বাড়লেও মুনাফা উল্টো কমে গেছে। সব ধরনের খরচ বাদ দেওয়ার পর তালিকাভুক্ত ওষুধ খাতের ১৯ কোম্পানি মিলে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সম্মিলিতভাবে মুনাফা করেছে ১ হাজার ১ কোটি টাকা। গত বছরের একই সময়ে সম্মিলিত এই মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৫২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিগুলোর সম্মিলিত মুনাফা কমেছে ৫১ কোটি টাকা বা প্রায় ৫ শতাংশ।


খাতসংশ্লিষ্টরা বলছেন, ওষুধ কোম্পানিগুলোর আয় বৃদ্ধির পরও মুনাফা কমে যাওয়ার পেছনে বড় কারণ ওষুধের কাঁচামাল আমদানি খরচসহ ব্যবসার পরিচালন খরচ বেড়ে যাওয়া। ডলারের মূল্যবৃদ্ধি ও ব্যাংকের সুদহার বেড়ে যাওয়ায় কাঁচামাল আমদানি ও পরিচালন খরচ বেড়েছে। এ কারণে মুনাফা কমে গেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us