অধিকৃত গোলান মালভূমিতে অবৈধ বসতি স্থাপন বাড়ানোর একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। সম্প্রতি সিরিয়ার দীর্ঘদিনের নেতা বাশার আল-আসাদের পতনের পর আরও কিছু সিরীয় এলাকা দখল করে ইসরায়েলি বাহিনী। তার কয়েক দিনের মধ্যেই অবৈধ বসতি বাড়ানোর এই সিদ্ধান্ত নিলো দখলদাররা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সরকার ‘অধিকৃত অঞ্চলের জনমিতিক উন্নয়ন’ পরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে। এই পরিকল্পনার লক্ষ্য ইসরায়েলি জনসংখ্যা দ্বিগুণ করা।
তবে নতুন পরিকল্পনা শুধু ১৯৬৭ সাল থেকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির অংশে কার্যকর হবে। ১৯৮১ সালে ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) এই অঞ্চলটি কার্যত সংযুক্ত করে এবং সেখানে ইসরায়েলি আইন প্রবর্তন করে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েলের দখলে নেওয়া নতুন এলাকা এ পরিকল্পনার অন্তর্ভুক্ত নয়। দখল করা নতুন অঞ্চলটি আগে নিরস্ত্রীকৃত ছিল এবং এতে দামেস্কের উপর নজরদারি রাখা মাউন্ট হারমন অন্তর্ভুক্ত।