আমরা জনগণের ভোটের অধিকার চাই: মির্জা আব্বাস

ডেইলি স্টার প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৯

আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস। সাংবাদিকদের তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, আমি এটাকে সাধুবাদ জানাই।


এর আগে, আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


মির্জা আব্বাস বলেন, 'আর সংস্কার একটা বিষয়। এটা যুগ যুগ ধরে চলবে, এটা নতুন কিছু না। এটা একটা প্যাকেট না যে, একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার হয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার প্রয়োজন হয়। আমরা আশা করছি, এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে এটাই আমাদের কাম্য।'


'আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়,' বলেন তিনি।


বিজয় দিবসে বিএনপির প্রত্যাশা কি জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, 'আজকের মতো এমন জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই কারণ, জনগনের বাধভাঙা উল্লাস। এ দেশের মানুষ স্বৈরাচারমুক্ত হয়েছে। এ দেশের মানুষ চায় এক স্বৈরাচারমুক্ত করে আমরা জনগণ যেন আর কোনো স্বৈরাচারের হাতে না পড়ি।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us