আন্তর্জাতিক ক্রিকেটে ছেড়েছেন ১৬ বছর আগে। মাঝে মধ্যে বিভিন্ন প্রীতি ম্যাচে খেলতে দেখা যায় মোহাম্মদ রফিককে। আজ খেলেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচে। খেলাটা রফিক ছাড়লেও, খেলা যেন তাঁকে ছাড়েনি! বোলিংয়ে ঘূর্ণি জাদু এখনো আগের মতোই, ব্যাট হাতেও চালিয়েছেন সেই তাণ্ডব। ব্যাটে-বলে উজ্জ্বল রফিকে শহীদ মুশতাক একাদশকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে শহীদ জুয়েল একাদশ।
বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শহীদ মুশতাক একাদশের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। হান্নান সরকার-হাসানুজ্জামানদের কয়েকটি কার্যকর ইনিংসের সৌজন্যে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে মুশতাক একাদশ। জবাবে রফিকের ঝোড়ো ফিফটিতে ১৪.২ ওভারে মুশতাক একাদশের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করেছে শহীদ জুয়েল একাদশ।