রেবতীর মৃত্যুর মামলায় গত শুক্রবার রাত জেলে কাটিয়ে পরদিন শনিবার সকালে নিজের বাড়িতে ফিরেছেন প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুন। জেল থেকে বের হয়ে গতকাল রোববার রাতে প্রথম পোস্ট করেন দক্ষিণি এই সুপারস্টার। এই পোস্টে রেবতীর ছেলে শ্রীতেজের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার চলাকালে রেবতী নামের এক নারীর মৃত্যুকে ঘিরে অভিযুক্ত হিসেবে আল্লুর নাম উঠে এসেছে। এদিন রাতে রেবতী পদপিষ্ট হয়ে মারা গেছেন। তাঁর ১৩ বছরের ছেলে শ্রীতেজ এই রাতে গুরুতর আহত হয়েছিল। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন। রেবতীর পরিবার আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা করেছিল। কারণ, আল্লু এদিন রাতে আচমকা সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। এই দক্ষিণি তারকার সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তাকর্মীরা। আল্লু প্রেক্ষাগৃহে হঠাৎ আসার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাঁকে একঝলক দেখার জন্য মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আর তার জেরে পদদলিত হয়ে প্রাণ হারান ৩৫ বছরের রেবতী।