অধিকৃত গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণ উৎসাহিত করতে একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল সরকার।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল। কারণ,বিদ্রোহী গোষ্ঠীর কাছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্তে একটি ‘নতুন ফ্রন্ট’ খুলে গেছে।
গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে চান বলেও জানিয়েছেন নেতানিয়াহু। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের পর ইসরায়েল গোলান মালভূমি দখল করেছিল। আন্তর্জাতিক আইনে ইসরায়েলের এই দখলদারিত্ব অবৈধ।